রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » জোকা দিঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচন আজিজ প্যানেল হেরে যাবে ভেবে রাজ আলী প্যানেলের কর্মীকে মারপীঠ
জোকা দিঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচন আজিজ প্যানেল হেরে যাবে ভেবে রাজ আলী প্যানেলের কর্মীকে মারপীঠ
জোকা দিঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচন
আজিজ প্যানেল হেরে যাবে ভেবে রাজ আলী প্যানেলের কর্মীকে মারপীঠ
উত্তম চক্রবর্ত্তী,রাজগঞ্জ (যশোর) : জোকা দিঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি নির্বাচনে আজিজ প্যানেল নিশ্চত হেরে যাবে ভেবে রাজআলী প্যানেলের এক কর্মীকে মারপীঠ করেছে। জানাযায়, মনিরামপুর উপজেলার ্ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১২অক্টোবর ।এ নির্বচনে দুটি প্যানেল প্রতিদন্ধি করছে। সহজ সরল ও শিক্ষিত সমাজকে সাথে নিয়ে রাজআলী প্যানেল মাঠে ভোট প্রাথর্না করে চলেছে। অপর দিকে এলাকার উৎশৃংখলা যুবকদেনর ও স্কুল পড়–য়া কিছু ছাত্র নিয়ে ভোট চাইতে মাঠে নেমেছে ভোটে হেরে যাওয়ার সম্ভবনা ভেবে হরিহরনগর গ্রামের আসাদুজ্জামানের চায়ের দোকানের পাশে থাকা রাজ আলী প্যানেলের কর্মি আব্দুল আলিমের উপর শনিবার রাত ৮টার দিকে আজিজ প্যানেলের ওই সকল উৎশৃংখল ৩০/৪০ জন যুবক আকশ্বিক ভাবে হামলা চালিয়ে মারপিট করে আহত করে। সংবাদ পেয়ে রাজ আলীর কর্মিরা ঘটনা স্থলে গেলে তারা অন্যেত্রে চলে যায়। দু;খ জনক হলেও সত্য যে এ সময় ঐ বিদ্যালয়ে পড়–য়া অনেক ছাত্ররাও তাদেও সাথে ছিল। এ বিষয়ে কথা হয় স্থানীয় মেম্বার শফিকুল ইসলাম ও দোকানদার আসাদুলের সাথে তারা প্রতিনিধিকে জানান, আলিমের মারার পিছনে আমরা কোন রহস্য খুজে পাচ্ছিনা। তবে মনে হচ্ছে সে অনেক ভোটার তার প্যানেলের জন্য কবজ্বায় রেখেছে ফলে তার মারপিট করতে পারে। প্যানেল প্রধান রাজ আলী বলেন, হরিহর নগর গ্রামের অধিকাংশ ভোটার আমার প্যানেলের তা ছাড়া বিরোধী প্যানেলের ভোট সংখ্যা কম হওয়ায় তাদের মাথা গরম রয়েছে সেই কারনে আমার কর্মির উপর হামলা করেছে। তিনি সহ বিদ্যালয় এলাকার অনেকেই জানান, আজিজ প্যানেলটি বিএনপি পন্থি হলেও খেদা পাড়া ইউনিয়নের আ,লীগের সভাপতি আব্দুল মমিন ঐ প্যানেলে প্রকাশ্যে ভুমিকা নিয়ে এই নির্বাচন করছে।