মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন সড়কে যত্রতত্র বাস পার্কিং; তীব্র যানজটে জন দূর্ভোগ চরমে
পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন সড়কে যত্রতত্র বাস পার্কিং; তীব্র যানজটে জন দূর্ভোগ চরমে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার জিরোপয়েন্ট সংলগ্ন এলাকার সড়কে যত্রতত্র বাস পার্কিং করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। পৌর সদরে যাতায়াতে চরম দূর্ভোগে রয়েছেন এলাকাবাসী। বিশেষ করে ঈদকে সামনে রেখে এ ধরণের যানজট ও দূর্ভোগ অন্যান্য সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। জিরোপয়েন্ট সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে ট্রাফিক পুলিশ মোতায়ন ও যত্রতত্র বাস পার্কিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী। এলাকার প্রধান সড়কের তেল পাম্প হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত বাস পার্কিং করে আসছিল শ্রমিক ও মালিক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে অসংখ্যবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগিদ দেওয়ার ফলে মালিক ও শ্রমিকরা বেশ কয়েক মাস তাদের বাস গুলো শিববাটী অভিমুখে কয়রা-পাইকগাছা সড়কে রাখে। এ সময় মূল সড়কে যানজট কমে আসলেও আবারও কতিপয় শ্রমিকরা প্রধান সড়কের বিভিন্ন স্থানে বাস পার্কিং শুরু করেছে। ফলে আবারও বৃদ্ধি পেয়েছে যানজট। বিশেষ করে সামনে ঈদ আগত হওয়ায় মানুষের চলা ফেরা বৃদ্ধি পাওয়ায় জিরোপয়েন্ট সহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে হচ্ছে একই জায়গায়। ফলে পৌর সদরে যাতায়াত নিয়ে চরম দূর্ভোগে রয়েছেন এলাকাবাসী।