বুধবার ● ৬ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ‘এ দেশ হবে শতভাগ দুর্নীতিমুক্ত’
‘এ দেশ হবে শতভাগ দুর্নীতিমুক্ত’
ফরহাদ খান, নড়াইল
‘এ দেশ একদিন শতভাগ দুর্নীতিমুক্ত হবে। নিজের কল্যাণের জন্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে, নিজের মঙ্গলের জন্যই ভালো থাকতে হবে। দুর্নীতিবাজ কখনো সুখী হতে পারে না। দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়।’ দুর্নীতিবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী এসব কথা বলেন। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় মঙ্গলবার (৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, ‘মাদকের বিরুদ্ধে যেমন অভিযান চলছে। দুর্নীতির ব্যাপারেও পুলিশ সতর্ক। পুলিশ সদস্যদেরকে যেমন দেখভালো করা হয়, তেমনি কোনো দুর্নীতির খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হয়। আমরা সবাই মিলে প্রিয় দেশকে গড়তে চাই।.লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের যশোর অঞ্চলের উপ-পরিচালক আব্দুল গাফফার, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ কবির হোসেন, সদস্য আবু আব্দুল্লাহ, সাবেক সভাপতি অরবিন্দ আচার্য প্রমুখ।