শনিবার ● ৯ জুন ২০১৮
প্রথম পাতা » সর্বশেষ » নড়াইলে স্কুলছাত্রীকে উত্যক্তকরণের দায়ে যুবকের কারাদন্ড
নড়াইলে স্কুলছাত্রীকে উত্যক্তকরণের দায়ে যুবকের কারাদন্ড
ফরহাদ খান, নড়াইল।
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তকরণের দায়ে বুলবুল খান (১৮) নামে এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এ আদেশ দেন। বুলবুল কালিয়ার বাঐসোনা গ্রামের ইদ্রিস খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে বুলবুল প্রতিদিন দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করত। গতকাল শুক্রবার (৮ জুন) ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে তাকে উত্যক্ত করে বুলবুল। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। বুলবুল পেশায় একজন কৃষি শ্রমিক।
এদিকে, গত ১৩ মে বিকেলে কালিয়ায় আরেক স্কুলছাত্রীকে উত্যক্তকরণের দায়ে কলেজছাত্র মমিনুল হককে (২০) জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মমিনুলের বাড়ি বড়কালিয়া গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাতায়াতের পথে মমিনুল প্রায়ই কালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করত। এমনকি জোরপূর্বক ছাত্রীকে জড়িয়ে ছবি তুলে মমিনুল তার ল্যাপটপে রাখেন। ভ্রাম্যমাণ আদালত ল্যাপটপ থেকে এসব ছবি উদ্ধার করে।