সোমবার ● ২৫ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আশাশুনি প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও শিক্ষা সহায়তা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আইডিয়ালের বাস্তবায়নে ডিআরআরএ’র সহযোগিতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী বান্ধব শিক্ষাঙ্গন তৈরি ও শিক্ষা সহায়তা বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জী। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোছা. শামছুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল প্রোগ্রাম অফিসার ফোকাল শেখ, আহছানুল ইসলাম মিঠু। আইডিয়ালের সুপার ভাইজার সুব্রত বাছাড়ের পরিচালনায় প্রশিক্ষনে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুর রকিব, প্রকল্পের স্বেচ্ছাসেবক দেবাশীষ ঘোষ সহ উপজেলা সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, আশাশুনি সদর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অংশ নেন।