বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় মারপিটের মামলায় আসামী মিরাজুলের স্থলে সিরাজুল আটক
পাইকগাছায় মারপিটের মামলায় আসামী মিরাজুলের স্থলে সিরাজুল আটক
পাইকগাছায় মারপিটের মামলায় আসামী মিরাজুলের স্থলে সিরাজুল আটক
নিজিস্ব প্রতিনিধি ॥ পাইকগাছায় মারপিটের মামলায় আসামী মিরাজুলের স্থলে পুলিশ তার ভাই সিরাজুলকে গ্রেপ্তার করেছে। আদালত থেকে প্রেরিত গ্রেপ্তারী পরোয়ানায় আসামীর নাম ভুল হওয়ায় অনিচ্ছাকৃত এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবী করেছে। গ্রেপ্তারকৃত সিরাজুলকে ভিকটিমের জবানবন্দিতে ছেড়ে দেয়া হয়েছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে, জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে পার্শ্ববর্তী কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের মৃত উজির সানার ছেলে আবু জাফর সানা মারপিটের শিকার হয়। এ ঘটনায় ২০০৯ সালে আহত জাফর সানার ভাই সাইদুর রহমান পাইকগাছার ধামরাইল গ্রামের ছুরমান গাজীর ছেলে মিরাজুল ইসলাম সহ ১০জনকে আসামী করে থানায় মামলা করে। মামলায় আদালত মিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করলে আদালতের পেশকার পরোয়ানায় মিরাজুল ইসলামের স্থলে সিরাজুল লেখা পরোয়ানাটি থানায় পাঠায়। মঙ্গলবার থানার এস,আই মাসুমসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে সিরাজুল কোন মামলার আসামী নয় তার স্থলে তার ভাই মিরাজুল আসামী উল্লেখ করলে থানা পুলিশকে অবহিত করলে বিপাকে পড়ে যায় পুলিশ। এক পর্যায়ে বুধবার সকালে মামলার ভিকটিম আবু জাফর সানাকে থানায় তলব করে তার জবানবন্দি অনুযায়ী সিরাজুল আসামী না হওয়ায় তাকে তার পিতা ছুরমান গাজীর হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে বলে ওসি (তদন্ত) আলমগীর কবির জানান।