বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রকৃতি » পাইকগাছার কৃষক সবুর মোড়লের প্রায় এক ফুট উঁচু খেঁজুর গাছে ব্যাপক খেঁজুর ধরেছে
পাইকগাছার কৃষক সবুর মোড়লের প্রায় এক ফুট উঁচু খেঁজুর গাছে ব্যাপক খেঁজুর ধরেছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার কৃষক সবুর মোড়লের প্রায় ১ ফুট উচ্চতা খেঁজুর গাছে ব্যাপক পরিমাণ খেঁজুর ধরেছে। ছোট গাছটিতে প্রায় ২৭ কাধি খেঁজুর ধরেছে। প্রতি কাদিতে খেঁজুরের পরিমাণ ৩ থেকে ৪ কেজি। এতো ছোট গাছে ব্যাপক পরিমাণ খেঁজুর হওয়ায় এলাকার উৎসুক খেঁজুর দেখার জন্য লোকজন ভীড় করছে। তাছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সহ উর্দ্ধতন কৃষি কর্মকর্তারা সবুর মোড়লের খেঁজুর গাছটি পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার গোপালপুর গ্রামের সবুর মোড়ল এলাকার একজন সফল কৃষক। ইতিমধ্যে তিনি ড্রাগন, চুইঝাল সহ বিভিন্ন ফল ও চারা উৎপাদনে সফল হয়েছেন। সফল চাষী হিসাবে এলাকায় তার পরিচিতি রয়েছে। তার বাড়ীর উঠানের পাশে পুকুরের ধারে ১ ফুটের কম এতো ছোট গাছে ব্যাপক খেঁজুর ধরার বিষয় সবুর মোড়ল জানান, পুকুর পাড়ে খেঁজুর চারার বয়স ৪-৫ বছর হতে পারে। গাছটি ১ ফুটেও কম হবে। এতো ছোট গাছে ব্যাপক হারে কাদি বের হতে থাকলে তিনি গাছটির বাড়তি পরিচর্যা শুরু করেন। খেঁজুর গাছে ফুল ফুটলে ফুলের পরাগয়নে করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, সবুর মোড়লের খেঁজুর গাছটি খোলা জায়গা, পুকুর পাড়ে ও মিশ্র লবণাক্ত মাটি হওয়ায় গাছটি দ্রুত বেড়ে ওঠায় খেঁজুরের ফলনও হয়েছে। এতো ছোট গাছে ব্যাপক পরিমাণ খেঁজুর হতে খুব কমগাছে দেখা যায়। তিনি আরো জানান, খেঁজুর গাছ পরিবেশ বান্ধব, স্থানসাশ্রয়ী একটি বৃক্ষ। রাস্তার ধারে, ক্ষেতের আইলে সাধারণত খেঁজুর গাছ বেড়ে ওঠে। প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে খেঁজুর গাছের ভূমিকা রয়েছে। এ জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদেরকে পতিত জায়গায় খেঁজুর গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।