রবিবার ● ৮ জুলাই ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় ১ লক্ষ ৫ হাজার ৫ শত ৮৮ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে
মাগুরায় ১ লক্ষ ৫ হাজার ৫ শত ৮৮ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে
মাগুরা প্রতিনিধি: মাগুরায় এ বছর ১ লক্ষ ৫ হাজার ৫ শত ৮৮ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে । গতকাল রবিবার বিকালে স¦াস্থ্য বিভাগের আয়োজনে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয় ।
ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা: মুনসী মো: ছাদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সব্রত কুমার বিশ্বাস, ডা: উম্মে আয়শা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ও সিভিল কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ ।
ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, আগামী ১৪ জুলাই সারাদেশে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন শুরু হবে । এ উপলক্ষে জেলার ৪ উপজেলায় ৩৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ লক্ষ ৫ হাজার ৫ শত ৮৮ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে । এ ক্যাম্পেইনে ৯৪১টি কেন্দ্রে ২৪১ জন স্বাস্থ্যকমী,১ হাজার ৮ শত ৮২জন স্বেচ্ছাসেবক ও ১ শত ৩২ জন সুপারভাইজার কাজ করবে ।