শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
সোমবার ● ৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » সাহিত্য » খুলনায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবাষির্কী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » সাহিত্য » খুলনায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবাষির্কী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৫৪১ বার পঠিত
সোমবার ● ৯ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবাষির্কী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ।

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রস্তুতিমূলক সভা সোমবার সকালে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ
মনিরুজ্জামান। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মস্থান খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠান সমূহের মধ্যে রয়েছে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক ক্যুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রখ্যাত বাঙালি রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় ২ আগস্ট ১৮৬১ সালে অবিভক্ত বাংলার খুলনা জেলায় জন্ম গ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি প্রেসিডেন্সি কলেজের রসায়নের অধ্যাপক ছিলেন। গবেষণার মাধ্যমে তিনি মারকিউরাস নাইট্রাইট, ১২টি যৌগিক লবণ এবং পাঁচটি থায়োএস্টার আবিষ্কার করেন। তিনি ১৯১১ সালে ডারহাম বিশ্ববিদ্যালয় ও ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে আরকেবিকে হরিশ্চন্দ্র স্কুল ও বাগেরহাট সরকারি পিসি কলেজ উল্লেখযোগ্য।





আর্কাইভ