শনিবার ● ২১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে দিনে দুপুরে ছিনতাই কালে আটক ঃ ১
কপিলমুনিতে দিনে দুপুরে ছিনতাই কালে আটক ঃ ১
কপিলমুনি প্রতিনিধি:
কপিলমুনি সলুয়া এলাকায় দিনে দুপুরে ছিনতাই কালে কাজীমুছা গ্রামের লিয়াকত মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২৫) কে আটক করেছে এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইকারী জাহিদুল কপিলমুনি পুলিশ ফাঁড়িতে আটক ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, পাইকগাছা বাতিখালী ৭নং ওয়ার্ডের বাসিন্ধা মৃত: রহমত আলী মোড়লের ছেলে আব্দুল হান্নান প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার মুরগীর বাচ্চা ভ্যান যোগে করে বিভিন্ন এলাকায় ফেরী করে বিক্রয় করতে বের হয়। সারাদিন শেষে কাটামারী ও শামুকপোতা এলাকায় মুরগীর বাচ্চা বিক্রয় করে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে বিকাল ৫টার দিকে উপজেলার সলুয়া কাজীমুছা সংযোগ সড়কের কাছে পৌছানো সাথে সাথে পৃর্ব থেকে ওৎ পেতে থাকা জাহিদুল মোল্লা ভ্যানটিকে গতিরোধ করে। এরপর ভ্যানে বসে থাকা রহমতের শিশু পুত্রর হাত থাকা সারাদিনের বিক্রয়কৃত একটি কাপড়ের ব্যাগে রাখা টাকা গুলিসহ ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা কালে রহমত চিৎকার দিলে পথচারীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। এক পর্যায় কপিলমুনি পুলিশ ফাঁড়ির টি এস আই লিয়াকত ও কনষ্টেবল শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। এব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) রফিকুল ইসলাম জানান, ঘটনায় আটক জাহিদুলের বিরুদ্ধে ছিনতাই মামলার প্রস্তুতি চলছে। অপরদিকে শুক্রবার দিবাগত রাতে একই স্থানে ডাকাতি ঘটনাটির বিষয়ও তদন্ত করা হচ্ছে।