শনিবার ● ২১ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেফতার
ডুমুরিয়ায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি ॥ ডুমুরিয়ার চুকনগরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর সিন্ডিকেটের ৪সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৫টার দিকে ৩টি গরু ও ১টি পিকআপ সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ নাসিম খান জানান, বৃহস্পতিবার রাতে হরিণটানা থানাধীন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পুলিশ সদস্যরা ডিউটি করছিল। এসময় চুকনগর থেকে ছেড়ে আসা গরু বোঝায় একটি পিকআপ (যশোর ড ০০৫৬) নং ঐ স্থানে আসলে কর্তব্যরত পুলিশ অফিসাররা পিকআপের গতিরোধ করে। কিন্তু গরুগুলো যে তাদের সেটা তারা প্রমান করতে ব্যর্থ হলে পিকআপ সহ ৪ জনকে আটক করে হরিণ টানা থানায় নিয়ে যাওয়া হয়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিল হোসেন ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া হুসাইন জানায় উপজেলার চুকনগরের মালতিয়া গ্রামের মৃত নিরাপদ ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোরের ৩টি গরু বৃহস্পতিবার রাতে চুরি করে নিয়ে যাওয়ার সময় ডিউটিরত পুলিশ রাত আনুমানিক সাড়ে ৫টার দিকে ৩ট গরু,১টি পিকআপ সহ ৪জন গরু চোর সিন্ডিকেটের সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কেসমত আলী পেটন গ্রামের সাত্তার খানের পুত্র মোঃ নজরুল ইসলাম খান,বাগেরহাট জেলার মোল্যরহাট থানার নগরকান্দি গ্রামের এনায়েত শেখের পুত্র কামাল হোসেন শেখ,পিরোজপুর জেলার কাউখালি উপজেলার জয়পুর গ্রামের মানিক তালুকদারের পুত্র কাঞ্চন তালুকদার ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আংলিয়া গ্রামের রফিকুল সানার ছেলে সালাউদ্দিন সানা। গ্রেফতারকৃতদের ২৮নং মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।