রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডুমুরিয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
ডুমুরিয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
ডুমুরিয়া উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্র” প্রতিপাদ্য নিয়ে ২২-২৪ জুলাই ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৮” শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ শাহানাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব নারায়ন চন্দ্র চন্দ এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, খুলনা, কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডুমুরিয়া জনাব মোঃ খান আলী মুনসুর।জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, খুলনা,কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ডুমুরিয়া, খুলনা, কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতিনিধি, ডিপ্লোমা কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী বাবু নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, “বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। এই সময় ফলদ,বনজ ও ঔষধি জাতীয় গাছ বেশি করে লাগাতে হবে। বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য ভার্মি কম্পোষ্ট ও জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি করতে হবে” আলোচনা শেষে প্রধান অতিথি মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার ষ্টল পরিদর্শন করেন এবং সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।