সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় ৯ দিন ব্যাপি রথযাত্রা উৎসব সমাপ্ত
মাগুরায় ৯ দিন ব্যাপি রথযাত্রা উৎসব সমাপ্ত
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় রবিবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো ৯ দিন ব্যাপি রথযাত্রা উৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ (ইস্কন) এ উৎসবের আয়োজন করে।
সমাপনী দিনে বিকালে শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, ইস্কন মাগুরার সহকারি পরিচালক শ্রীমান সুন্দরানন্দ নিতাই দাস ব্রহ্মচারী, ঢাকার ইসকন ইয়ুথ ফোরামের পরিচালক শ্রীমান মিত্রগোপা কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রমুখ। আলোচনা সভা শেষে জগন্নোথদেবের রথের সমাপনী র্যালি অনুষ্ঠিত হয়।
৯ দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্য ছিল শিশু কিশোরদের বৈদিক জ্ঞান প্রতিযোগিতা, ভজন কীর্তন, আরতী কীর্তন, জগন্নোথ লীলামৃত পাঠ, শ্রীম™া¢বমত পাঠ, চ্যালেন আই ক্ষুদে গানরাজ ২০১৬ চ্যাম্পিয়ন শ্রীমান অর্নব রায় অংকনের একক সংগীতানুষ্ঠান, মাহাপ্রসাদ বিরতণসহ নানা কর্মসূচি পালিত হয়। গত ১৪ জুলাই রথের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকাদার এমপি।