রবিবার ● ৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উত্তরণ সফল প্রকল্পের যৌথ উদ্যোগে রোববার সকালে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “মায়ের দুধ পান সুস্থ্য জীবনের বুনিয়াদ” প্রদিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, পুষ্টি বিশেষজ্ঞ ডাঃ অতীশ কুমার, পিওএসসি মনিরুজ্জামান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সফল প্রকল্পের এসসিও নাজমুল বাশার, সিনিয়র স্টাফ নার্স রিনা রায় চৌধুরী, রেহানা পারভীন, মিড ওয়াইফ সিষ্টার হালিমা খাতুন, কমলা খাতুন, এমএম আজিজুল হাকিম, সরোয়ার হোসেন, কৃষ্ণা রানী কবিরাজ, লিল্টু রানী মন্ডল ও রোজিনা আক্তার।