সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে মিনিকেট চালের ভেতর ফেনসিডিল !
নড়াইলে মিনিকেট চালের ভেতর ফেনসিডিল !
ফরহাদ খান, নড়াইল।
এবার মিনিকেট চালের ভেতর ফেনসিডিল পাওয়া গেছে। রোববার (৫ আগস্ট) বিকেলে নড়াইল-যশোর সড়কের তুলারামপুর ব্রিজ এলাকায় মিনিকেট চালের তিনটি বস্তার ভেতর থেকে ২২৬ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ সময় মাদক কারবারি শওকত আলীকে (৪৫) আটক করা হয়। শওকতের বাড়ি যশোরের বেনাপোল থানার কাগজপুকুর গ্রামে।
শওকত জানান, তিন হাজার টাকার বিনিময়ে নসিমনযোগে যশোরের বেনাপোল থেকে চালের বস্তার মধ্যে ফেনসিডিল নিয়ে নড়াইলের তুলারামপুরে আসছিলেন। তবে কার উদেশ্যে ফেনসিডিলগুলো নিয়ে আসা হচ্ছিল, এ বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি তিনি। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে নড়াইল-যশোর সড়কের তুলারামপুর এলাকায় অবস্থান করছিল পুলিশ। এক পর্যায়ে বিকেলের দিকে একটি নসিমন তল্লাশি করে মিনিকেট চালের বস্তার মধ্যে ফেনসিডিলের বিষয়টি নিশ্চিত হন কর্তব্যরত পুলিশ সদস্যরা। সদর থানার এএসআই আনিসুজ্জামান, মনিরুজ্জামান, রেজাউল ইসলাম মাদকবিরোধী এ অভিযানে অংশগ্রহণ করেন। এ বিষয়ে পুলিশ সুপার তার কার্যালয় চত্বরে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সদর থানার ওসি আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা। এর আগে গত ফেব্রুয়ারিতেও ফেনসিডিলসহ তুলারামপুর এলাকা থেকে শওকতকে আটক করে পুলিশ।