সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » হাইওয়েতে স্পীড গানের মাধ্যমে যানবাহনের গতি পরিমাপ করে একাধিক চালকের বিরুদ্ধে মামলা
হাইওয়েতে স্পীড গানের মাধ্যমে যানবাহনের গতি পরিমাপ করে একাধিক চালকের বিরুদ্ধে মামলা
মাগুরা প্রতিনিধি :
সড়ক নিরাপদ ব্যবস্থাপনার লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভ্র্যামমান আদালতের প্রথম দিনেই জেলা প্রশাসকের চালকসহ ৪২টি মামলা দায়ের করে জরিমানা আদায় করেছে। একই সাথে হাইওয়ে সড়কে একাধিক স্পটে পুলিশ চেকপোস্ট বাসিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা ও স্প্রীট গানের মাধ্য যানবাহনের গতি পরীক্ষা করে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্কাউটের একটি দল সোমবার সকাল বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের মুল ফটকে এ অভিযান পরিচালনা করে। প্রথমদিনে জেলা প্রশাসকের চালকের সীট বেল্ট বাধা না থাকায় ২ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া পুলিশ কর্মকর্তা, বিভিন্ন সরকারী -বেসরকারী কর্মকর্তা কর্মচারী, পথচারী ৪২ জনের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে ভ্র্যামমান আদালতের মাধ্যমে অর্থ জরিমানা জরিমানা করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক।
একইভাবে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা হাইওয়ে সড়কের একাধিক স্পটে ট্রাফিক পুলিশ চেকপোষ্ট বসিয়ে ত্রুটিপুর্ণ কাগজপত্র ও নান অনিয়মের কারনে চালকেদের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করেছে।
অন্য দিকে স্পীট গানের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতির পরিমাপ করে ৮ জন যানবাহন চালককের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, মাগুরা ট্রফিক বিভাগের ইনচার্জ ইন্সেপেক্টর মিজানুর রহমান।