সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচী গ্রহন
আশাশুনিতে জাতীয় শোক দিবস পালনে ব্যাপক কর্মসূচী গ্রহন
আহসান, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী (১৫ আগষ্ট জাতীয় শোক দিবস) পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। সভায় আলোচনা রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মিজাবে রহমত, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, কৃষি অফিসার শামিউর রহমান, ডাঃ খায়রুল আনাম বিন সৌদ, সমাজ সেবা অফিসার এমদাদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, মহিলা বিষয়ক কর্র্মকর্তা ফাতেমা জোহরা, পিআইও সেলিম খান, প্রাক্তন অধ্যক্ষ আল. রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, আ’লীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম, শ্রমিকলীগ আহবায়ক সামছুল আলম, অধ্যাঃ সুবোধ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সম্পাদক এসএম আহসান হাবিব, কূল্যা ইউপি’র প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় ইউএনও মাফ্ফারা তাসনীন বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামের যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, এ জাতির জন্য তিনি যা রেখে গ্যাছেন তা আমাদের কখনো ভূলার নয়। অবশ্যই আমাদের সকল দলমতের উর্দ্ধে থেকে বিন¤্র শ্রদ্ধায় তার শাহাদাৎ বার্ষিকী কৃতজ্ঞতার সাথে পালন করা উচিত এবং অবশ্যই করতে হবে।
থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সকর শিক্ষা, ব্যবসা ও রাজনৈতিক দলের অফিসে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অবশ্যই পালন করতে হবে। নতুবা পরদিন সে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। এ ছাড়া প্রতি ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে দিবসটি পালন করার জন্য অনুরোধ জানান। তিনি গণভোজ সহ দিবসটি পালনে নাশকতার আশঙ্কায় আয়োজনকারী সকল প্রতিষ্ঠানকে থানা পুলিশে অবহিত করার আহবান জানান।
সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৯টায় শোক র্যালী, সাড়ে ৯ টায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, ১০ টায় স্বেচ্ছায় রক্তদানের জন্য রক্তের গ্রুপিং ও রেজিস্ট্রেশনকরণ, সাড়ে ১০ টায় চিত্রাংকন প্রতিযোগীতা এবং যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক যুব ও মহিলাদের ঋণ বিতরণ, ১১ টায় রচনা প্রতিযোগীতা, সাড়ে ১১ টায় উপস্থিত প্রতিযোগীতা (এইচএসসি’র শিক্ষার্থী) ও মহিলাদের আলোচনা সভা এবং মিলাদ মাহফিল, বাদ জোহর বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল এবং সুবিধামত সময় বিশেষ প্রার্থনা, সুবিধা মত সময় সকল ইউপিতে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রমাণ্য চিত্র প্রদর্শণ, আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সংগতিপূর্ণ কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রিিতযোগীতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগীতা এবং দোয়া মাহফিল সহ ব্যাপক কর্মসূচী গ্রহন ও কর্মসূচী পালনে ভিন্ন ভিন্ন উপ-কমিটি করা হয়।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যানদের কাহকে সভায় উপস্থিত হতে দেখা যায়নি। এমনকি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সহ কোন ইউপি চেয়ারম্যান হাজির না থাকায় উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়নি।