বুধবার ● ৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ভুয়া ডিবি ও সিআইডি পুলিশ গ্রেফতার, একাধিক সিম ও পরিচয়পত্র জব্দ
নড়াইলে ভুয়া ডিবি ও সিআইডি পুলিশ গ্রেফতার, একাধিক সিম ও পরিচয়পত্র জব্দ
ফরহাদ খান, নড়াইল।
নড়াইল শহরের রূপগঞ্জ-মুচিরপোল এলাকা থেকে ভুয়া ডিবি ও সিআইডি পুলিশ বাবু বিশ্বাসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) দুপুরে ডিএসবির (ওয়াসা) কনস্টেবল জালাল বিশ্বাস ভুয়া ডিবি বাবুকে গ্রেফতার করেন। এ সময় দুই কলেজ শিক্ষার্থীর সঙ্গে প্রতারণার চেষ্টা করছিলেন বাবু বিশ্বাস।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, বাবু বিশ্বাস একই পরিচয়পত্রে নিজেকে ডিবি ও সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির নয়টি সিমসহ একাধিক পরিচয়পত্র জব্দ করা হয়েছে। জব্দকৃত পরিচয়পত্রে একই ধরণের ছবি ব্যবহার করা হলেও একাধিক নাম ব্যবহার করা হয়েছে। কোনটিতে তার নাম বাবু বিশ্বাস এবং বাবার নাম শাহাজান বিশ্বাস; অন্যটিতে বিপুল বিশ্বাস, বাবার নাম তুষার কান্তি বিশ্বাস উল্লেখ করা হয়েছে। এমনকি বাবু বিশ্বাস সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবিও ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বিশ্বাস জানান, রূপগঞ্জ এলাকার একটি কম্পিউটারের দোকান থেকে এসব পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন পেশার মানুষের সাথে প্রতারণার চেষ্টা করে আসছিল। তবে এ পর্যন্ত কী ধরণের প্রতারণা করেছেন, সে বিষয়ে মুখ খোলেননি তিনি। এ বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ।